Monday, July 27, 2020

শহিদ কবিতা (মওলানা শেখ আবদুল হালিম)





শহিদ
মওলানা শেখ আবদুল হালিম


পঙ্ক্তিঃ ১
হে মহান, যার অস্থি-মজ্জা, চর্বি ও মাংস এই কবরে প্রোথিত।

পঙ্ক্তিঃ ২
যাঁর আলোতে সারা হিন্দুস্থান, বিশেষ করে বাংলাদেশ আলোকিত হয়েছিলো।

পঙ্ক্তি ঃ ৩
আমি আমার নিজেকে তোমার কবরের উদ্দেশ্য উৎসর্গ করিতেছি,
যে তুমি কবরে শায়িত।

পঙ্ক্তিঃ ৪
আমি তোমার মধ্যে তিনটি গুণের সমাবেশ দেখেছি- ক্ষমা, দয়া ও দানশীলতা।

পঙ্ক্তিঃ ৫
নিশ্চয়ই তুমি জগতে বিশ্বের উৎপীড়িত এবং নিপীড়িতদের পৃষ্ঠপোষক হিসেবে জন্মগ্রহণ করেছিলে।

পঙ্ক্তিঃ ৬
সেই হেতু অত্যাচারী তোমাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে।


পঙ্ক্তিঃ ৭
আমি আমার বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে তাদের বিচারের প্রার্থনা জানাই,
যারা তোমাকে বিনা-বিচারে হত্যা করেছে।

পঙ্ক্তিঃ ৮
আমরা মহান আল্লাহর নিকট তোমার আখিরাতের মমঙ্গল কামনা করি।
বিদায়! বিদায়! হে মহান জাতির জনক।

0 comments:

Post a Comment