বঙ্গবন্ধু
লোরী এ্যান ওয়ালশ
নীরব অশ্রু, বাংলা কাঁপে, বুক কাঁদে
শ্রেষ্ঠ সন্তানের প্রতিশ্রুতি আগামী সূর্যদিন
দ্ব্যর্থহীন কণ্ঠে বলে ‘আমি বাঙালি’
বাঙালির কথা শোনেন, জনমত শোনেন
আশাহীনদের আশার বাণী শোনান
নির্যাতিত সাড়ে সাত কোটির পাশে দাঁড়ান
বাঙালির সরকার দাবি জানান।
পাকিস্তানি শাসকরা তাঁকে দমন করার
বন্ধ করার, কারারুদ্ধ করার, চেষ্টার পর চেষ্টা
হাজার হাজার চেষ্টায় ব্যর্থ
আঘাত সহ্য করে, জেল কষ্ট পেছনে ফেলে
তিনি সামনে এগিয়ে যান।
হতাশ পাকিস্তানিরা নির্বিকারে গণহত্যা চালায়
‘৭১ সালের পঁচিশে মার্চ
সেদিন বাঙালি কোনোদিন ভোলেনি
এবং বর্বরতার আরো নয় মাস
বাংলার বুকে অসভ্য হানাদার হত্যাকান্ডে মেতে ওঠে।
মৃত্যু বাঙালিকে জয় করতে পারেনি
বাঙালি মৃত্যুকে জয় করেছে ১৬ ডিসেম্বর ১৯৭১
বঙ্গবন্ধু বাংলার বুক উঁচু করে, চোখের জল মোছে
‘আর বাঙালি নির্যাতিত হবে না, আর বাঙালি মরবে না’
মাকে দেয়া প্রতিশ্রুতি বঙ্গবন্ধু পালন করেন
স্বাধীন বাংলাদেশের জন্ম হয়, জন্ম হয় একটি উজ্জ্বল আগামীর প্রত্যাশা।
0 comments:
Post a Comment