Monday, July 27, 2020

কুড হেইম এবং শেখ মুজিব কবিতা (গিয়ার্ড লুইপকে)






কুড হেইম এবং শেখ মুজিব
গিয়ার্ড লুইপকে

তোমাদের মাতৃভূমির সাথে আমাদের পিতৃভূমির
বেশ মিল মিশ আছে অথবা নেই।

আমাদের হিটলার ছিলো
একাত্তরে তোমাদের ছিলো ইয়াহিয়া।

আমরা দুই জার্মানের দেয়াল ভেঙেছি; যুক্ত...
তোমরা মুক্তিযুদ্ধে এই পাকিস্তান পৃথক করে; মুক্ত...

পূর্ব পশ্চিম একাকায় এ জন্য মনে পড়ে কুড হেইমের কথা
উত্তর দখিন দূরত্বে মনে পড়ে শেখ মুজিবের কথা।

0 comments:

Post a Comment