এবার তোমাদের পালা প্রতিশ্রুতি পূরণের
এ কে শেরাম
প্রিয় দেশবাসী,
একদিন তোমরা আমাকে
প্রচণ্ড ভালোবাসায় আপ্লুত করেছিলে
আমাকে বন্দি করে রেখেছিলে
তোমাদের ভালোবাসার কারাহীন কারাগারে
আর তাই, আমার একটি মাত্র অঙুলি হেলনে
সেদিন সারা বাংলার বিশাল প্রান্তর জুড়ে
উদ্দাম জনসমুদ্রে জেগেছিলো উত্তাল ঢেউ।
আমিও তোমাদেরকে গভীরভাবে ভালোবাসতাম
প্রিয় দেশবাসী,
তোমাদের প্রতি ভালোবাসাই ছিলো আমার শক্তি
যে অমোঘ শক্তির বরাভয় পেয়ে
শোষকের বিশাল থাবাকে আমি
‘জয় বাংলা’ নামের
একটি মাত্র বীজমন্ত্র দিয়ে সেদিন
বাংলার মাটি থেকে চিরতরে নির্বাসনে দিয়েছিলাম।
মৃত্যুর পরোয়ানাকে কুটি কুটি করে ছিঁড়ে দিয়ে
বাংলার বিশাল উপত্যকা জুড়ে
হিমালয়ের দৃঢ়তার মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম
ভোরের বৃত্ত থেকে রক্তিম সূর্যকে ছিনিয়ে এনে
বাংলার সবুজ পটভূমিতে বসিয়ে দিয়েছিলাম
কিন্তু আমি এও জানতাম আমার দুর্বলতা
তোমাদের প্রতি আমার বড়ো বেশি ভালোবাসা।
তাই সেদিন
শত্রু-মিত্র নির্বিশেষে সবাইকে আপন করে নিয়েছি
বঙ্গোপসাগরের বিশাল ঔদার্যে
ক্ষমা করে দিয়েছিলাম সমস্ত অপরাধ
তোমাদেরকে বড় বেশি ভালোবাসি বলেই
ষড়যন্ত্রের জাল বিস্তারিত হচ্ছে জেনেও বিশ্বাস স্থাপন করিনি
ঘাতকের উদ্যত অস্ত্রের মুখেও
সমস্ত কিছুই দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছি।
কারণ, আমি বিশ্বাস করি
ভালোবাসা কখনো পরাজিত হয় না
আর তাই, স্বয়ংক্রিয় অস্ত্রের হিংস্র ছোবলে
ঝাঁঝরা হয়ে যাওয়া আমার দেহের সাথে
সেদিন নিহত হয়নি ভালোবাসা
শুধু নিহত হয়েছিলো আমার বিশ্বাস।
প্রিয় দেশবাসী,
আমি তো আমার কথা রেখেছি
রক্ত দিয়ে আমি তো শোধ করেছি রক্তঋণ
আমার অক্ষত ভালোবাসার দাবি নিয়ে
আমি আজ শুধু এটুকু বলবো
তোমরাও তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলে
এবাব তোমাদের পালা প্রতিশ্রুতি পূরণের।
0 comments:
Post a Comment