সেই তো
আসলাম সানী
ইচ্ছে করলেই অমরত্ব পাওয়া যায়?
ইতিহাসের শীর্ষে চলে যাওয়া যায়?
অনেক কথাই কওয়া যায়
চাইলেই কি রবীন্দ্রনাথ হওয়া যায়?
ত্যাগ-সাধনা-প্রতিভাও থাকা চাই
কর্ম-কীর্তির স্বাক্ষরও যে রাখা চাই
যামিনী রায় হতে হলে তেমন ছবিই আঁকা চাই
যেই ছবিরা বলবে কথা, বলেছি কি ভুল?
হতে চাইলে জাতীয় কবি বিদ্রোহী নজরুল?
নেই প্রয়োজন মাথায় বাবরী চুল।
শুধু মাথা থাকলেই কি বা মন্দ
দেখালেন তা কবি জীবনানন্দ।
শুধু স্লোগান দিয়েই হননি ক্ষান্ত
লিখে গেছেন বিপ্লবী সুকান্ত।
কেমন ফকির ছিলেন লালন শাহে
নূরুল দীন ডেকেছিল কোনঠে সবাই বাহে?
বাংলাদেশের স্বাধীনতার জন্য
চেয়ে দেখো বঙ্গবন্ধু ইতিহাসে ধন্য
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি অনন্য।
জ্ঞানে-গুনে-অবদানেই অমরত্ব আসবে
মহাকালের ইতিহাসে নাম খ্যাতি যশ ভাসবে
সেই তো জীবন মরণে যে হাসবে।
0 comments:
Post a Comment