Tuesday, July 28, 2020

তোমার কোনো প্রস্থান নেই কবিতা (আরিফ মঈনুদ্দীন)





তোমার কোনো প্রস্থান নেই
আরিফ মঈনুদ্দীন

আকাশ কাঁপিয়ে বৃষ্টি নেমেছে, এ তো আগস্টের শুরু
কে বলেছে এ বৃষ্টির জল এ তো শোকের অশ্রুধারা
                    ক্লান্তিহীন শোকগ্রস্ত মেঘের ক্রন্দন।

পাহাড়ের বিরামহীন ঝরণার জলে তরল মাতম
হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, কে বলেছে তোমার প্রস্থান ঘটেছে ?
তুমি মিশে আছো আমার স্ফটিকস্বচ্ছ চরিত্রের সাথে
তুমি মিশে আছো আমার নিরবচ্ছিন্ন গতির সাথে
তুমি মিশে আছো আমার অকৃত্রিম বৈশিষ্ট্যের সাথে
আমার স্বচ্ছতার সাথে তুল্যমূল্য শুধু তুমি।

আগস্টের শুরু, পাখিরা শোকবার্তা বহন করে পৌঁছে দিচ্ছে
পৃথিবীর এক গোলার্ধ থেকে অন্য গোলার্ধে
প্রকৃতির যত আছে তৃণমূল তরুলতা বৃক্ষরাজিতে সবুজ মাতম
হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, কে বলেছে তোমার প্রস্থান ঘটেছে ?
তুমি মিশে আছো আমাদের অকৃত্রিম সারল্যের সাথে
তুমি মিশে আছো তোমার স্বপ্নের স্বদেশ
                                 সবুজ শ্যামল এই বাংলার সাথে।

আগস্টের শুরু, ফুলে-ফেঁপে উঠেছে পৃথিবীর তিন ভাগ জল
তাদের সর্বাঙ্গে ফুটে উঠেছে নীল মাতম
হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, কে বলেছে তোমার প্রস্থান ঘটেছে ?
তুমি মিশে আছো আমার উদ্দাম সাহসের সাথে
তুমি মিশে আছো আমার বিরামহীন বিলাপের সাথে
এবং আমি মিশে আছি তোমার সুনামির মতো বজ্র কণ্ঠের সাথে।

তোমার কোনো প্রস্থান নেই, তুমি আছো চরাচরময়
প্রতিবছর আগস্ট আসে
এ আমাদের শিক্ষা এবং দীক্ষা নেওয়ার সময়।

0 comments:

Post a Comment