Tuesday, July 28, 2020

আকাশ মাটির মতো এই ব্যবধান কবিতা (ইকবাল হাসান )




আকাশ মাটির মতো এই ব্যবধান
ইকবাল হাসান 

তুমিতো কাছেই আছো তবু যেনো আকাশ মাটির মতো 
এই ব্যবধান, আপাতঃ দৃষ্টিতে মনে হয়
অদৃশ্য দেয়াল এক চুপিসারে বেড়ে ওঠে কার ইশারায়! 
পতিত জমিতে যেনো অজস্র আগাছা 
হু হু করে বেড়ে ওঠে অবিকল মানুষের মতো 
বিবেকবিহীন এই সময়ের কাধেঁ কাঁধ রেখে 
শূণ্যে ঘোরায় তারা চকচকে শানানো তালোয়ার 
বস্ততঃ মানুষ নামের কিছু হিংস্র জানোয়ার! 

কেউ কেউ বলে যায় চুপিসারে, খুব সাবধানে
তুমিতো নিকটে নেই, আশেপাশে কোথাও এখন   
তোমার শরীর থেকে অবিরাম শোণিত প্রপাত নামে, প্রতিদিন 
ভেজে ঘাস, ভেজে মাটি আর বাতাসে
শোকের ঘ্রাণ ভেসে আসে, সেই ঘ্রাণ 
যে পায় সে পায় সবাই পায় না; সে রকম 
ঘ্রাণ শক্তি কি আমাদের সবার আছে ? 
এক একটি দীর্ঘশ্বাসে টুপটাপ ঝরে পড়ে সবুজ পত্রালী 
বৃক্ষরা কী করুণ নিঃস্ব হয়ে যায় এই মুখর শরতে 
সেসব দেখার মতো চোখ তবু কারো কারো আছে। 

কেউ কেউ স্পর্শে তোমাকে চায় গভীর রাত্রিতে 
তাদের হৃদয় আজ অশান্ত ব্যকুল 
দিগবিদিক্ ছুটে যায় পথভ্রষ্ট পথিকের মতো
আমিও তাদের মতো স্পর্শে তোমাকেই চাই। 
একজন শীর্ণকায় বিষন্ন প্রেমিক, স্পর্শে তোমাকে পাবো 
এই ভাবনায়, মনে পড়ে 
কতোদিন কতোরাত কতোসন্ধ্যার তীরে 
আমিতো ছুঁয়েছি মাটি জলের চিবুক আর 
অতল গভীর দেশ, শিশির জড়ানো ঘাস। 

সাথে কিছু মুগ্ধ বকুল। মনে পড়ে, এইভাবে
কতোবার স্পর্শে আমি তোমাকে ছুঁয়েছি। 
তুমিতো কাছেই আছো তবু যেনো আকাশ মাটির মতো 
এই ব্যবধান, আপাতঃ দৃষ্টিতে মনে হয়, খুব কাছে
মাটি আর প্রকৃতির মাঝে যতোটুকু ভালোবাসা আছে
তোমার প্রতিও তাই পৃথিবীর
মানুষের ভালোবাসা আজো বেঁচে আছে। 

0 comments:

Post a Comment