Thursday, August 6, 2020

আগুনের পাখি , কবিতা (জয়ন্ত বাগচী, কলকাতা)


আগুনের পাখি
জয়ন্ত বাগচী, কলকাতা

বর্বর অত্যাচারের কাহিনী বুকে পুষে
রাজপথ দাপিয়ে বেড়িয়েছিলো ইস্পাতকঠিন চাকা
সমবেত যন্তরের সররে ফুটেছিলো হাহাকার
তবুও পথ পেরিয়েছিল দুশমনি আদেশে
স্বপ্নের ফানুসটা নিজেই বোঝেনি সেদিন
প্রান্তসীমায় সে দন্ডায়মান
ভালোবাসা দোল খেয়েছিলো কান্না বুকে চেপে
ক্ষমতার অলিন্দে পা রেখে আক্লোশে।

সেদিন আকাশে মেঘ ছিলো নক্ষত্র ছিলো
দৈনন্দিন জীবনে কিছুই ছিলোনা বাকি
তথাপি সব কিছুকে স্তব্ধ করে
মহানিদ্রায় শহিদ হলেন আগুনের পাখি।

জাতির মেরুদন্ড লৌহকঠিন করে
লহমায় জাগালেন গ্রাম নগর প্রান্তরের গৃহ
দাবায়ে রাখতে না পারার দৃপ্ত অঙ্গীকার
আজও কান পাতলেই শুনি অহরহ
দিন আসে দিন যায় তবুও কোনদিন
ফুরায় না কোন কথা ফুরায় না রেশ
মোছে না সেই নাম যায় প্রতিটি বর্ণে
মিশে আছে চিরন্তনী বিদ্রোহী এ বাংলাদেশ।
আগুনের পাখি
জয়ন্ত বাগচী, কলকাতা

বর্বর অত্যাচারের কাহিনী বুকে পুষে
রাজপথ দাপিয়ে বেড়িয়েছিলো ইস্পাতকঠিন চাকা
সমবেত যন্তরের সররে ফুটেছিলো হাহাকার
তবুও পথ পেরিয়েছিল দুশমনি আদেশে
স্বপ্নের ফানুসটা নিজেই বোঝেনি সেদিন
প্রান্তসীমায় সে দন্ডায়মান
ভালোবাসা দোল খেয়েছিলো কান্না বুকে চেপে
ক্ষমতার অলিন্দে পা রেখে আক্লোশে।

সেদিন আকাশে মেঘ ছিলো নক্ষত্র ছিলো
দৈনন্দিন জীবনে কিছুই ছিলোনা বাকি
তথাপি সব কিছুকে স্তব্ধ করে
মহানিদ্রায় শহিদ হলেন আগুনের পাখি।

জাতির মেরুদন্ড লৌহকঠিন করে
লহমায় জাগালেন গ্রাম নগর প্রান্তরের গৃহ
দাবায়ে রাখতে না পারার দৃপ্ত অঙ্গীকার
আজও কান পাতলেই শুনি অহরহ
দিন আসে দিন যায় তবুও কোনদিন
ফুরায় না কোন কথা ফুরায় না রেশ
মোছে না সেই নাম যায় প্রতিটি বর্ণে
মিশে আছে চিরন্তনী বিদ্রোহী এ বাংলাদেশ।

0 comments:

Post a Comment