বাঙালির জাতিরাষ্ট্রঅসীম সাহা
বাঙালি কখনো স্বাধীন ছিল না, ছিল চির-পরাধীন
শক-হুন-দল-পাঠান-মোঘল হয়নি এখানে লীন।
দূর থেকে এসে অশ্বারোহীরা দেশ করেছিল জয়
ভারতবর্ষে কাপুরুষ রাজা মনে ছিল তার ভয়।
পলাতক হয়ে চলে গিয়েছিল সাধারণ লোক ছেড়ে
একশ বছর বিদেশি শাসক ক্ষমতা রেখেছে কেড়ে।
সেই ইতিহাস লিখতে লিখতে থেমে যায় সব আলো
একশ বছর অন্ধকারের দহন-অগ্নি জ্বালো।
পাঠান এসেছে, মোঘল এসেছে, এসেছে আর্যজাতি
তবুও আসেনি স্বাধীনতা দেশে, জ্বলেনি কখনো বাতি।
ব্রিটিশ এসেছে শাসকের বেশে, কেড়েছে সকল কিছু
দুইশ বছর থেকেছে বাঙালি বন্দি, তবুও নিচু
করেনি তো মাথা পায়নি স্বরাজ, বাঙালিরা ছিল ব্রাত্য
মাথা নোয়ায়নি তবুও বাঙালি, ছিল তার আভিজাত্য!
প্রতিশোধ নিতে ব্রিটিশের হাতে সিরাজের সেনাপতি
মিলিয়েছে হাত, বেঈমানগুলো করেছে জাতির ক্ষতি।
বাঙালিরা তবু রুখে দাঁড়িয়েছে সাহসী বীরের মতো
ষড়যন্ত্রের ফাঁদ পেতে তারা পারেনি তো পদানত
করতে, তবুও দুইশ বছর শাসন করেছে যারা
সেই ব্রিটিশেরা থাকতে পারেনিÑহয়ে গেছে দিশেহারা।
দ্বিজাতিতত্ত্ব গোপনে চাপিয়ে অন্ধ করেছে জাতি
তখনই যুবক মুজিবুর এসে হয়েছে জাতির সাথি।
বাঙালি জাতির মুক্তিসনদ ছয় দফা লিখে নিজে
সেই সংগ্রামে বিজয়ের রথে চড়েছেন দ্রুত কী যে!
তারপর এলো উনসত্তর, হলো যে বিস্ফোরণ
পাকিস্তানিরা সে-সব রুখতে মারলো লক্ষ জন।
তাই তো মুজিব রমনার মাঠে ডাক দিল, চাই মুক্তি
ঘোষণা করল স্বাধীনতা, আর তাতে ছিল খুব যুক্তি।
সেই ঘোষণায় ইয়াহিয়া নিল প্রতিশোধ খুব রাত্রে
পঁচিশের রাতে মরল বাঙালি, লক্ষ উঠল কাৎরে।
ছাব্বিশে রাতে অয়্যারলেসেতে পাঠালো স্বাধীনবার্তা
কেউ কি জানেনি, কেউ কি শোনেনি, মুক্তির ডাকÑকার তা?
সেই ডাক শুনে জেগেছে বাঙালি উদ্দীপনায় দীপ্ত।
নয়টি মাসের প্রেরণায় ছিলো মুজিবের নামে তৃপ্ত।
তিরিশ লক্ষ জীবন দিয়েছে, দু’লাখ দিয়েছে মান
যুদ্ধ করেই স্বাধীনতা এনে দিয়েছে যে প্রতিদান।
রণযুদ্ধের দামামা বাজিয়ে ষোলোই ডিসেম্বরে
বিজয়পতাকা উড়লো স্বদেশে, উড়লো যে ঘরে ঘরে।
জানুয়ারি মাস, দশ তারিখেই ফিরলো জাতির পিতা
তখন জ্বলছে স্বাধীন স্বদেশে পাকিস্তানের চিতা।
আমরা পেয়েছি জাতিরাষ্ট্রের গর্বিত পরিচয়
আমরা পেয়েছি স্বাধীন স্বদেশে জয়বাংলার জয়।
আমরা পেয়েছি ইতিহাস ফুঁড়ে বাঙালি-স্বদেশভূমি
আমরা পেয়েছি শ্যামল বাংলা ভেদ করে মরুভূমি।
আমরা পেয়েছি সোনার বাংলা, রবি ঠাকুরের গান
আমরা পেয়েছি বিদ্রোহী কবি নজরুল-মহাপ্রাণ।
আমরা পেয়েছি লাল-সুবজের পতাকা সে-উড্ডীন
আমরা পেয়েছি প্রীতিলতা আর সূর্য সেনের দিন।
আমরা পেয়েছি শেখ মুজিবুর, বঙ্গবন্ধু নেতা
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ছিলেন স্বাধীনচেতা।
তাঁর প্রেরণায় আজো বেঁচে আছি, বাঁচবোই চিরকাল
তার প্রেরণায় বেঁচে রবে দেশ, জানবে তা মহাকাল।
আমরা বাঙালি, স্বদেশ মোদের, বাংলাদেশ যে নাম
মুজিব মোদের চেতনার আলো, বয়ে চলে অবিরাম।
যতদিন এই দেশ-নদী আছে সে-তো বয়ে চলবেই।
এই বাংলার আকাশ-বাতাস মুজিবের কথা বলবেই।
0 comments:
Post a Comment