খোকামাহফুজ রিপনমুজিব মানে দেশ প্রেমমুজিব মানে মুক্তিমুজিব হলেন বঙ্গবন্ধুভালবাসার উক্তি।মুজিব মার্ক্স মেন্ডেলাএকই সুত্রে গাঁথামুক্তিসেনার চোখে ঝিলিকস্বপ্ন দিয়ে আঁকা।একুশ থেকে একাত্তরেহলাম ভাইহারাপিতা তুমি জীবন দিয়েকরলে সর্বহারা।আগস্ট মাসের পনেরো তারিখভেসে আসে কান্নাহারিয়ে যায় খোকা মোদেরশ্রাবণ মেঘের বন্যা।শোক থেকে শক্তি আসেজানে সর্বজনেমুজিববাদের পতাকা তলেদাঁড়াবো আমরা সবে।
0 comments:
Post a Comment