Friday, July 31, 2020

জন্মশত বর্ষে শ্রদ্ধাঞ্জলি , (মানিক দে)





জন্মশত বর্ষে শ্রদ্ধাঞ্জলি
মানিক দে

সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু 
বাঙালি জাতির পিতা, তুমি বাঙালির বাতিঘর
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি
দীর্ঘদেহী স্বপ্নপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

অকাল মৃত্যুর মৌণ-আঁধার তোমাকে দিয়েছে
আপন আলোর বহ্নিশিখায় উদ্ভাসিত অণন্ত আলো
যতোদিন যায় ক্রমাগত আরও উজ্জ্বলতর হচ্ছে
তোমার কালজয়ী র্কীতি, সফলতার সমুজ্জ্বল স্মৃতি।

তোমার ঐতিহাসিক ভাষণ এখন বিশ্বের বিস্ময়
বিশ্বপ্রামাণ্য দলিল হিসেবে জাতিসংঘে সংরক্ষিত
তোমার উর্ধে তোলা অঙুলি ছুঁয়েছে অসীম আকাশ
তুমি সংগ্রামী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তোমার কণ্যা, নন্দিতনেত্রী ‘মাদার অব হিউম্যানেটি’
শেখ হাসিনা- সন্তানের মতো বুকে আগলে  রেখেছে
তোমার অপ্রতিরোধ্য স্বপ্নের সেই সোনার বাংলা
আলোকিত বাংলাদেশ এখন উন্নয়নের প্রতীক।

তুমি কিংবদন্তী বঙ্গবন্ধু বীর বাঙালি মহান নেতা
সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষ স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা
তুমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জন্মশত বর্ষে তোমাকে ভারত বর্ষের হৃদয় থেকে
লালগোলাপ শুভেচ্ছা, শ্রদ্ধাঞ্জলি ও সহস্র প্রণাম।

0 comments:

Post a Comment