অনন্ত উদ্ধার
সৈয়দ হাসমত জালাল , কলকাতা
সাড়ে সাত কোটি মানুষের স্বপ্ন ও আশা
বেজেছিলো তোমারই বজ্রকণ্ঠ স্বরে
পূর্ব আকাশে বাংলার মাটি ও মায়ের ভাষা
লিখে দিয়েছিলে গাঢ় রক্তের অক্ষরে।
কত শান্ত ফল ভরা শাখা, শোভিত পুষ্পকোরক
সবুজ প্রান্তর নদী নীল সাগরের ফেনা
হতে পারে তারাও এমন গভীর বিস্ফোরক
বাবতে কি পেরেছিলো ঘাতক শত্রæসেনা!
জন্ম নিয়েছে একটি নতুন নিবিড়ি ঠিকানা
জন্ম নিয়েছে এক হীরক খন্ড দেশ
তোমার কণ্ঠ ছাড়িয়ে গিয়েছে সব দিগন্ত সীমানা
আবার উঠেছে সূর্য, আকাশও নির্নিমেঘ।
হাজার বছরের বন্ধনে আমরা যে বাধা আছি
হৃদয়কে ভাগ করবে সে কোন মূঢ় কাঁটাতার
একই আলো হাওয়া , একই ভাষা গানে আমারাও বাচি
ত্রিশ লক্ষ প্রাণের মূল্যে সে অনন্ত উদ্ধার!
0 comments:
Post a Comment