শোনাও আবার , হে বজ্রনির্ঘোষ
রামেশ্বর ভট্টাচার্য
সত্তর দশকে আমি বসন্তের
বজ্রনির্ঘোষ শুনেছিলাম
আমি মাও কে দেখিনি।
আমি একাত্তরে রমনার ময়দানে
আবার বজ্রনির্ঘোষ শুনেছিলাম
বঙ্গবন্ধু মুজিবুরকেও কখনো দেখিনি।
আমি শুধু দেখেছি লক্ষ মানুষের কলরব
গর্জমান সমুদ্রের ঢেউ হয়ে উঠেছিলো যেভাবে
জলোচ্ছাস ওঠে হঠাৎ মৃত আগ্নেয়গিরি যেন
জেগে উঠেছিলো আগ্ন্যুৎপাতে শান্ত সুনিবিড়
অধেকলীন দেশের সহস্র মানুষকে আমি
দেখেছি রাইফেল হাতে দৃঢ়মুঠি হেঁটে যায়
অনিবার মৃত্যুর দিকে। আমি শুনেছি কান্না ভেজা
বীরাঙ্গনার কথা দেখেছি অসহায় উদ্বাস্তু শিবির
ঝড়ে উড়ে যাওয়া তাবুর আস্তানা।
আমি জেনেছি , যে অহিংসা ও সত্যাগ্রহের কথা
বলেছিলো তাকে হত্যা করেছে কেউ
যে রমনার ময়দান থেকে মুক্তিবোধ এনেছিলো
তাকেও হত্যা করেছে কেউ
আমি ঘৃণা করি হত্যাকারীকে আমৃত্যু।
আমি জেনেছি ঘাতকরা এখনো জানেনি
বুলেট প্যালেট দিয়ে শরীর ঢেকে দিলেও
মুক্তিকামী মানুষের হৃদয়কে
ভাঙতে পারেনি কখনো।
0 comments:
Post a Comment