মুজিব
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা
মুজিবের তো হয়নি মৃত্যু, যাননি ঘুমের দেশে
আছেন তিনি, থাকবেনও ঠিক, যাবেন ভালোবেসে
এদিক ওদিক সবদিকেতে তাঁর যেন পাই ছোঁয়া
শহিদ-বেদি ঝকঝকে আজ , বৃষ্টিজলে ধোয়া।
নদীর স্রোতে, মোরামপথে কিংবা অশ্বত্থতলায়
মুজিব আছেন সংঙ্গোপনে, পদক্ষেপে চলায়!
কাজের চাপে মনস্তাপে পাশেই থাকেন তিনি
বঙ্গে আছেন বন্ধু হয়ে সব বাঙালি ঋণী!
কেউ যদি যায় ভুল পথেতে ঠিক হয়ে যান হাজির
দেন ধরিয়ে শয়তানি সব কৌশলী কারসাজি!
সামনে মুজিব হাঁটছি সবাই লাগছে পায়ে মাটি
মনের কোণে ছড়িয়ে পড়ে ভালোবাসা খাঁটি!
মাথায় তিনি হাত রেখেছেন, ভয় নেই আর মোটে
শুকনো বাগান সাজছে আবার, রক্তগোলাপ ফোটে
পদ্মানদী ছলাৎ ছলাৎ থামবে না তার ঢেউ
মুজিব আছেন বুকের ভেতরে ভুলতে পারে কেউ?
0 comments:
Post a Comment