ভালোবাসার সনদ
পঙ্কজ সাহা, কলকাতা
স্বপ্ন ছিলো কিন্তু এলো না ঘুমে
স্বপ্ন এলো এই জাগরণে যখন
সবুজের প্লাবনে তিনি বললেন
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।
কালো মেঘের আকাশে
উড়ে গেলো শতশত সাদা বক
কৃষকের লাঙলে মাটি ফুড়ে উঠলো
জেলের জালে নদী জল থেকে উঠে এলো
কবির কলম থেকে ঝরে পড়লো
একটি নাম সোনার বাংলা।
স্বাধীন হাওয়া বললো আমি এসেছি
ঝন ঝন ঝড়ে উড়িয়ে নিলো
হাতের শৃঙ্খল, মনের মেঘ
সংগ্রাম এসে ডাকলো দেশকে
সোনার বাংলা ডাকলো
হাত ধরা সারি সারি হাতকে
মুক্তি এসে আলিঙ্গন করলো দেশকে।
তিনি ফিরে এলেন
এক আকাশ থেকে অন্য আকাশ হয়ে
স্বাধীন বাংলার মাটিতে
সহস্র কণ্ঠে বললো সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
সোনার বাংলা বললো
মুজিব আমি তোমাকে ভালোবাসি।
0 comments:
Post a Comment