ভাষা শহিদ
বীথি চট্টোপাধ্যায়, কলকাতা
পিঠ সোজা করে বাঁচতে চাইছে পূর্ব পাকিস্তান
বাঙালির কাছে কুরবানী মানে মুজিবুর রহমান
খুব কম লোক থাকে দুনিয়ায় যাদের যাবেনা কেনা
কী অত্যাচার করছে ওখানে ভয়াবহ খানসেনা।
প্রহরে প্রহরে রেডিও চলছে রাত হয়ে আসে ফিকে
জরুরি মিটিং ডাকতে হয়েছে ইন্দিরা গান্ধীকে
পোস্টার আর লিফলেট ওড়ে রবীন্দ্র নজরুলে
মুজিবের ডাকে জনসমুদ্রে জোয়ার উঠলো দুলে।
বাঁচবার মতো বাঁচবো নাহলে কবুল করবো প্রাণ
বাঙালির কাছে কারবালা মানে মুজিবুর রহমান
কাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল, পড়ে আছে নদী পাড়ে
নরম মাটিতে রক্তের রেখা ইছামতীর ধারে।
নদীজলে ক্ষীণ আলো এসে পড়ে মৃদু কুয়াশায় স্নান
বাঙালির কাছে বিষাদসিন্ধু মুজিবুর রহমান।
0 comments:
Post a Comment