Thursday, August 6, 2020

শেখ মুজিবুর রহমান , কবিতা (প্রবীর চক্রবর্তী, বিশালগড়)

শেখ মুজিবুর রহমান
প্রবীর চক্রবর্তী, বিশালগড়

রক্ত অশ্রু ও যন্ত্রণা থেকে একটি দেশ
রূপকথার মতো
রাতে মায়ের বুকের কাছে শুয়ে শুয়ে যেমন
বাংলাদেশের শিশুটি  এখনও
একাত্তরের মুক্তিযুদ্ধের কথা শুনতে চায়
রাতে মায়ের বুকের কাছে শুয়ে শুয়ে যেমন
বাংলাদেশের শিশুটি এখনও
শেখ মুজিবুর রহমানের কথা শুনতে চায়
রূপকথার মতো।
তুমি যে স্বপ্ন ফেরি করে দিয়েলো
বাংলাদেশের প্রতিটি মানুষের চোখে
একটি স্বাধীন দেশের।

মনে পড়ে মুক্তিযুদ্ধের কথা
পাকিস্তানি হানাদারেরা যখন পশুর মতো
চালিয়েছিলো তাদের নিষ্ঠুর বর্বরতা
খুন করেছিলো অগণিত মানুষ
বুকের ওপর দিয়ে চালিয়েছিলো যুদ্ধের ট্যাঙ্ক
ঝাঁকে ঝাঁকে গুলি ঝাঁঝরা করে দিয়েছিলো
বাংলাদেশের হৃদয়
মা বোনদের ইজ্জত লুটে নিয়েছিলো নরখাদকের দল
আকাশে বাতাসে যখন মৃত্যু আর আতঙ্কের হাহাকার
শুধু লাশ আর লাশ শুধু বাস্তুহারা মানুষের কান্না
মনে পড়ে মজিবুর রহমান তুমি তখন
আহত সিংহের মতো গর্জে উঠেছিলে
ভাইসব আমরা একটি স্বাধীন বাংলাদেশ চাই
মনে পড়ে রাইফেল হাতে চিতাবাঘের মতো
ঝাঁপিয়ে পড়া মুক্তি যোদ্ধাদের কথা
পবিত্র দেশপ্রেমের কাছে সেদিন পরাজিত হলো
পাকিস্তানি হানাদারেরা জয়বাংলা
রক্ত অশ্রæ ও যন্ত্রণা থেকে একটি দেশ রূপকথার মতো।
পদ্মা মেঘনা তিতাসের স্রোতে স্রোতে
অসংখ্য নদী স্রোতে ভেসে যাওয়া কত মানুষের লাশ
কতো স্বপ্ন, কতো রক্ত।

আজ যদি শহিদ মিনারের কাছে দাঁড়াই
শত শত শহিদের মাঝে দেখি আমাদের মুজিবুর রহমান
এখনো ঘোষণা করছে
আমরা একটি স্বাধীন বাংলাদেশ চাই
আমরা একটি স্বাধীন বাংলাদেশ চাই।

0 comments:

Post a Comment