Sunday, July 26, 2020

জয় মুজিবুর রহমান কবিতা (অন্নদাশঙ্কর রায়)


জয় মুজিবুর রহমান 
অন্নদাশঙ্কর রায় 

যতদিন রবে পদ্মা মেঘনা
গৌরী যমুনা বহমান 
ততদিন রবে কীর্তি তোমার 
শেখ মুজিবুর রহমান। 

দিকে দিকে আজ অশ্রুগঙ্গা 
রক্তগঙ্গা বহমান 
নাই নাই ভয় হবে হবে জয় 
জয় মুজিবুর রহমান ।

0 comments:

Post a Comment