Sunday, July 26, 2020

বঙ্গবন্ধুকে কবিতা (আবদুল গাফফার চৌধুরী)





বঙ্গবন্ধুকে
আবদুল গাফফার চৌধুরী

তোমার বিজয় পতাকা এখন মাটির ধূলায় নমিত
তোমার দীপ্ত আদর্শ আজ শকুনির পায়ে দলিত।
আকাশে উড়ালে সূর্য- পতাকা
তাতে আজ শুধু রক্তই মাখা
জয়বাংলার কোটি কণ্ঠ আজ বাংলায় দমিত
তোমার বিজয় পতাকা এখন মাটির ধূলায় নমিত।

আজ বাংলার ভাগ্যবিধাতা মাটির কবরে শ্যয়িত
দশ কোটি বাঙালি আজ রাজাকার দ্বারা শাসিত।
কুকুর এখন মসনদে বসে
সিংহচর্ম গায়ে দেয় কষে
বিদেশী প্রভুর সেবায় এখন পদানত দাস নিরত
তুমি তো হয়েছো শহীদ বন্ধু বাঙালি হয়েছে নিহত ॥
কোথায় তোমার মুক্তিযোদ্ধা? বাঘা ছিদ্দিকী? কর্মী বাহিনী?
কোথায় তোমার বুদ্ধিজীবীরা? তারা তো এখন মৃত কামিনী
কেউ ঘরে বসে নেতা হতে চায়
বিদেশে কেউবা আসর জমায়
গলাবাজি আর মায়াকান্নায় দেশের বাতাস পীড়িত
জনতা ভ্রান্তঃ তোমার পতাকা মাটির ধূলায় নমিত
বঙ্গবন্ধু। তোমার বন্ধু আজ বাংলার জনগণ
টুঙ্গিপাড়ার কবরে শুয়ে কি শোন না তাদের ত্রুন্দন?
আর একবার তুমি ডাক দাও।
এই দেশ হতে কুকুর তাড়াও
তুমি ডাক দিলে আবার দাঁড়িয়ে শিরখাড়া করে জনতা।
জয়বাংলার বজ্রধ্বনিতে প্রাণ পাবে মরা স্বাধীনতা

Related Posts:

0 comments:

Post a Comment