মানুষ জাগবে ফের
আনিসুল হক
দারুণ দুঃখের দিনে আজ
দারুণ হতাশ রাতে আজ
একদিকে স্বজনের লাশ নিয়ে কেঁদে মরে গরিষ্ঠ মানুষ
অন্যদিকে দাঁত ঘষে সাম্রাজ্যবাদের পোষ্য-কুত্তা
মুমূর্য পুঁজিবাদের শেষরক্ষা হয়ে
পা-চাটারা হেলমেট পরিধান করে
কেড়ে নেয় মানুষের জন্ম অধিকার
অথচ মিছিল নেই মানুষের জাগ্রত মিছিল
নেই ব্যারিকেড কোনো।
তথাপি সারথী প্রিয় হে তরুণ
তথাপি বাঙালি ভাই
হে যুবক
একবার ইতিহাস থেকে পাঠ করে দেখো
সেই অমিত ভাষণ
সেই সে সাতই মার্চ
আর সেই কণ্ঠ মানবিক
‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’
দারুণ মিছিল আসে মানুষের মুক্তির মিছিল
আসে চাষা আসে চাষী অস্ত্র তুলে নেয়
আসে ছাত্র আসে যুবা অগ্নি জ্বেলে দ্যায়
আসে মাতা আসে মাল্লা মুক্তির নৌকায়
শ্রমিক মজুর আসে আসে সাড়ে সাত কোটি বাঙালিরা-আসে
ঘরে ঘরে জেগে ওঠে একেকটি শেখ মুজিবুর।
আবার আসবে সেই সময়ের বাঁক
আবার আসবে সেই জাগরণী ধবল প্রহর
ত্রিশ লক্ষ শহিদের রক্তের দোহাই
অযুত বীরাঙ্গনার সম্ভ্রমের কিরা
আবার আসবে এক মহান প্লাবন
জন্ম নেবে আর একবার
শেখ মুজিবুর
ইতিহাসের প্রগতি রুদ্ধ করে শক্তি আছে কার
মানুষের অগ্রযাত্রা বন্ধ করে সাধ্য আছে কার
মানুষ জাগবে ঠিক
পুনরায় জাগবে মানুষ।
0 comments:
Post a Comment