তুমিই বাংলাদেশ
সুজন বড়ুয়া
ইতিহাস শুরু যেভাবেই করি
যেভাবে করি না শেষ
বঙ্গবন্ধু তুমিই প্রথম
তুমিই বাংলাদেশ।
তোমার ডাকেই মুক্তিযুদ্ধ
তোমার ডাকেই জয়
তোমার মধ্যে বঙ্গোপসাগর
তোমাতেই হিমালয়।
তোমার মধ্যে সোনার বাংলা
পতাকা প্রকৃতি সবই
তুমি যে সর্বশ্রেষ্ঠ বাঙালি
ও রাজনীতির কবি।
তুমি উৎসব তুমি বিপ্লব
অবিরাম সংগ্রাম
রক্ত আখরে লিখলে বাংলা
ভাষা ও দেশের নাম।
তুমি বাংলার বাংলা তোমার
যেন এক পরিচয়
তোমার কারণে বাঙালি আজকে
বিশ্বের বিস্ময়।
তুমি নেই তবু আছো সবখানে
তুমি যে অনিঃশেষ
বঙ্গবন্ধু জাতির জনক
তুমিই বাংলাদেশ।
0 comments:
Post a Comment