Sunday, July 26, 2020

বঙ্গবন্ধু তোমাকে দেখেছি কবিতা ( ঝর্ণা সাহা, আগরতলা)




বঙ্গবন্ধু তোমাকে দেখেছি
ঝর্ণা সাহা, আগরতলা

জাতির পিতা বঙ্গবন্ধু তোমারে কুর্নিশ
তোমারই নামে বাঙালি বাঁচে অহর্নিশ
লক্ষ শহিদের রক্তস্নাত মুক্তিসূর্য
স্বপ্নের স্বাধীনতা রক্তরাগে ফুল ফোটায়।

তোমাকে দেখেছি
নবোদিত সূর্যের সোনালি আলোয়
ঝিলের বুকে শাপলা ইলিশে
নীল দিগন্তে সবুজ ধানের খেতে
পদ্মা মেঘনা গোমতী যমুনার স্রোতে।

আমি দেখেছি তোমায় জুমের নবীন
বৃষ্টির পানির মুক্তোধারায়
আবালবৃদ্ধবণিতার মঠ আর গির্জায়
শ্রমিক কৃষক তাঁতির আঙিনায়।

পড়ন্ত বিকেলের শেষ রশ্নিপাতে
কাঁসর ঘণ্টা ও আজানের ধ্বনিতে
ঘুম পাড়ানিয়া স্নিগ্ধ সমীরণে
মোহিনী রাতের নির্মল জোছনায়।

তোমাকে পেয়েছি মাটির সোঁদা গন্ধে
ফুলের দলে পাখির কলতানে
জারি সারি আর ভাটিয়ালির সুরে
বাঙালির প্রতিটি হৃদস্পন্দনে।

বঙ্গবন্ধু তুমি বাঙালির ধ্রুবতারা
দেশজুড়ে তোমারই চেতনার ধারা
তুমি ছিলে আছো থাকবে চেতনার ধারা
তুমি ছিলে আছো থাকবে অনন্তকাল
বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু হে পিতা মহান।

0 comments:

Post a Comment